জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০

আপনাদের জয় বাংলার গল্প তুলে ধরতে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০। শীঘ্রই  শুরু হচ্ছে রেজিস্ট্রেশন!!!


২০১৫, ২০১৭ এবং ২০১৮  সালের ধারাবাহিকতায়, ২০২০-এর অক্টোবরে চতুর্থবারের মতো দেয়া হবে এই অ্যাওয়ার্ড। রেজিস্ট্রেশন শুরু হবে ২৫ই সেপ্টেম্বর এবং চলবে ৫ই অক্টোবর পর্যন্ত। যদি আপনার বয়স হয় ১৮-৩৫ এর মধ্য এবং আপনার সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যাক্তিবর্গের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব  উন্নয়ন,  অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদকবিরোধী সচেতনতা অভিযান, COVID-19 মোকাবেলায় জরুরী কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং  দুর্যোগ মোকাবিলার মত কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বা এনে থাকে তাহলে ৫  অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন লিংকঃ http://jbya.youngbangla.org


#JoyBanglaYouthAward2020

#Young_Bangla


একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন

সর্বশেষ